পাশের বাড়ি জ্বলছে আগুন
ভাবছো তাতে কি ?
স্বার্থপরের মতই সেথায়
ঢাললে আবার ঘি !

তার বাড়িটা যাকনা পুঁড়ে
নিজের বাড়ি থাক।
কানটা সদায় বন্ধ রাখে
পৌঁছেনা তার হাক।

তার বিপদে হাসছো তুমি
দেখছো আপন মনে।
তোমার বিপদ দেখে তবে
কি করবে লোক জনে ?

হঠাৎ গেলো বাতাস ঘুরে
ভিষণ আগুন জ্বলে।
এক নিমিষেই পুঁড়লে তুমি
সেই আগুনের তলে।

বাড়ি গেলো ঘর গেলো
গেলো সকল মাল।
অন্যের জন্য খুঁড়ে খাল
নিজের হলো কাল।
👉👉👉👉👉👉👉👉👉👉👉
রচনার স্থান ও কালঃ হোটেল প্রিন্স, কিশোরগঞ্জ। তাং ২৮-০৭-২০২০ ইং