আজ যার সাফল্য দেখে তোমার কঠিন হৃদয়টাও
বরফের মতো গলে যায়।
আজ যার সাফল্য দেখে তোমার চোখের কোণেও
শিশিরের বিন্ধু দেখা দেয়।
আজ যার সাফল্য দেখে তোমার সংকীর্ণ বুকটাও
ফুলে ফেঁপে হিমালয়ের মত উচু হয়ে যায় ।

আজ যার সাফল্য দেখে হাততালিতে মুখরিত গ্রাম থেকে শহর নগর থেকে বন্দর।
বন্দনার মহাকাব্যে আর আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে চায়ের দোকান থেকে পাড়ার অলিগলি।
আজ যার পরিচয় দিতে তুমি ভিষণ গর্ববোধ করছ।

তার সাফল্য পাওয়াটা কিন্তু এতটাও সহজ ছিল না।
সহজ ছিল না তার অতীতের পথ চলাটা।
অনেক কাঠ খোর পুড়িয়ে অনেক বিসাক্ত তীর বুকে নিয়ে অপমান,অপবাদ গলার মালা বানিয়ে তবেই এসেছে তার কাঙ্ক্ষিত সাফল্য।

কতশত ভয় আর শংকা উপেক্ষা করে, কতশত হতাশা আর দুঃশ্চিতা পিছনে ফেলে তবেই কারও মিলন ঘটে সফলতার সাথে।
কত অদৃশ্য যুদ্ধ আর কত রাঙা চোখ যে বার বার তার বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রতিটি ভোরে। তা কেবল সেই যোদ্ধাই জানে।

আজকের ফুটে থাকা সুবাসিত ফুলটিও টিকে থাকার লড়াইয়ে একসময় কত যে আত্মত্যাগ করেছে,
সে খবর কেউ কখনো রাখেনি !
সে খবর কেউ কখনো রাখে না !
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
অভিনন্দন বাংলার বাঘিনী মেয়েদের।
দক্ষিণ এশিয়ায় সাফ চ্যাম্পিয়ন।
ভৈরব, কিশোরগঞ্জ। ২১-০৯-২২