শরতে চাই, বসন্তে চাই,
বর্ষা দিনের, বৃষ্টিতে চাই।
পূর্ণিমা চাঁদের আলোতে চাই,
অমাবস্যার আঁধারেও চাই।

চাওয়ার কোন শেষ নাই !
খালি বলো নাই নাই ?
যত দেই আরও চাই !
কী চাই, কী চাই ?

মনের মাঝে শান্তি চাই,
প্রাণ খুলে হাসতে চাই।
মৌলিক অধিকার চাই,
বাঁচার মতো বাঁচতে চাই।

এই জান্নাতে ওসব নাই,
অন্য পথে হাটো তাই।
মানতে যদি নাই পারো,
মরে গিয়ে পটল তোলো।
👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯
বড়ো বাবু এবং নিরীহ কাবুদের কথোপকথন....