সত্য বলা যেই দেশেতে
সবচেয়ে বড়ো পাপ,
বিয়ে ছাড়াই কেউ কেউ
সকল লোকের বাপ।

সত্য কথায় ভাগ্যে জোটে
বিপদ আছে যত।
থাকতে বাধ্য চোখ বুঝে
চলুক যে যার মতো।

চোখ খুলে মুখটা ফুটে
বললে সঠিক কথা।
দেহের সাথে ঘাড় থাকবে
থাকবেনা তার মাথা।

গোজা মিলে চললে তুমি
সবার কাছে ভালো।
থাকবেনা কভু কোন দোষ
যদি তেল ঢালো।

মনের দুয়ার বন্ধ করে
মাথা করলে নিচু।
হবে তুমি শুদ্ধি মানব
বলবেনা কেউ কিছু।

মাঝে মাঝে ইনাম পাবে
পাবে ঝুটা কাঁটা।
দিন শেষে বুঝবে তুমি
কপাল তোমার ফাঁটা।

হৃদয় ফেঁটে মরার আগে
উঠলে সবাই জেগে।
দূর্ণীতি আর অপশক্তি
যাবে সবই ভেগে।