ধর্মের নামে হায় ! এত অধর্ম, দেখবো কত কাল ?
তেলবাজি করে তেলবাজ দল, খেলছে দাবার চাল !
ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে, খাচ্ছে হায়েনার পাল,
হাজার ভীড়েই বুঝতে হবে আসল কিংবা জাল।
মাথায় টুপি মুখেতে দাড়ি, নামাজের নাই খোঁজ,
দানকারীদের লক্ষ টাকা, হাতিয়ে নিচ্ছে রোজ।
সেই টাকাতে নিত্য দিন সুখে, করছে ভূরি ভোজ,
চলাফেরায় মহা ধার্মিক, লোকের সামনে পোজ।
ভুল মানুষের ভুল ইশারায়, ভুল পথে যারা চলে,
চোরাবালির গহিনতম কূপে, যাবেন তারা তলে।
তবু দেখি সদা সেই ইশারায়, মানুষ দলে দলে,
ধর্মের কাজ বাদ দিয়ে যায়, পরে মিথ্যা ছলে।
পোশাকধারী বেইমানের জন্য,আমলধারীর কষ্ট,
বিবেকের চোখ খুলে দেখলে, সবই হবে স্পষ্ট।
ভুল পথে গিয়ে আমলনামা, হবেনা আর নষ্ট,
ন্যায়ের পথের পথিকদের, করবেন প্রভু তুষ্ট।
****************************
টীকাঃ ধর্মের নাম ভাঙিয়ে ছদ্দবেশী ও ধর্মহীনদের মুখোশ উন্মোচনের জন্য লেখাটির সৃষ্টি।
পলাশ, ভৈরব, কিশোরগঞ্জ। ২৩-০৩-১৯ ইং। রাত-১০.০০ ঘটিকা।