খেলছি আমি কুতকুত,
আছে কোন বাপের পুত,
আমার সামনে দাঁড়ায়।
কানের উপর দিলে চড়,
হাত পা কাঁপবে থরথর,
আঙুল কেমনে বাড়ায় ?
বোঝ যদি বুদ্ধির বলে,
শুয়ে থাকো কাথার তলে,
চোখ দুইটা বুঝে।
বেশি যদি ফাল পারো,
পিছে গিয়ে লেজ নাড়ো,
আনবো ধরে খুঁজে।
আমি আমায় বলি রাজা,
পারবে না কেউ দিতে সাজা,
সবাই মাথায় রেখো।
আমার কথায় হয় সব,
এদিক সেদিক পরে রব,
মিলিয়ে তোমরা দেখো।
চলি আমি উল্টো পথে,
কাজ করি নিজের মতে,
শুনি না কারও কথা।
হাত নিবো পা নিবো,
ইচ্ছে হলে মাথা নিবো,
পেয়ো না কেহ ব্যথা।