আমি কোনদিন কাশফুলের সৌন্দর্যকে ভালোবাসিনি।
আমি কখনো ভালোবাসিনি বনে ছুটে চলা হরিণের পাল।
আমি ভালোবাসি ক্ষুধার সময় খাবার,হোক সেটা শুকনো দুটো রুটি আর সাথে পাতলা ডাল।
আমি কখনো ভালোবাসিনি,শরৎকালের নীল আকাশে উড়ে বেড়ানো শুভ্র মেঘের বার্তা।
আমি ভালোবাসি, পেড়িয়ে যাওয়া দুপুরবেলার এক থালা গড়ম ভাত আর কিছু ভর্তা।
আমি কোনদিন ভালোবাসিনি পাখির ডাক,ফুলের গন্ধ,কিংবা মুখরিত ঝর্ণার প্রবাহ ধারা।
আমি ভালোবাসি,খেটে খাওয়ার মত কাজ,ব্যাগভর্তি বাজার আর একটি শান্তিপ্রিয় পাড়া।
আমি কোনদিন ভালোবাসিনি,পূর্ণিমা রাতের ঝলমলে উজ্জ্বল চাঁদের হাতছানি।
ক্ষুধার সময় খাদ্য চাই, আমার কাছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাণী।
কারণ আমি শ্রমিক,আমি দিন মজুর,
আমি নিম্ন আয়ের মানুষ।
আমি যে নিতান্ত খেটে খাওয়া মানুষ।
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉
লেখার স্থানঃ পলাশ, ভৈরব কিশোরগঞ্জ। সন্ধ্যা ৬.০০ টা। ০১.১০.২১ ইং।