জাগ্রত হও ছিনিয়ে নাও
আছে যত অধিকার।
দিনে রাতে বাড়ছে জুলুম
করো তার প্রতিকার।
তুমি যদি ভয়ে থাকো শুয়ে,
এভাবে কী আর হয় ?
নিজ দোষে নিজেই মরবে
জালিমের হবে জয়।
নিজেই যদি ঘুরে দাড়াও
ঘুরে যাবে পুরো জাতি।
থেকোনা আর ঘুমের ঘোরে
মিথ্যে মজায় মাতি।
ঘুম ভেঙে দেখবে যেদিন
কিছুই নাই আর বাকি।
বুঝবে সেদিন নিজেকে তুমি
নিজেই দিয়েছ ফাঁকি।
সময় থাকতেই শক্ত হাতে
ধরো জীবনের হাল।
নতুবা তুমি পাবেনা খুঁজে
জীবনের লয় তাল।
তুমিই পারো জীবন গড়তে
গড়তে পারো জাতি।
বিশ্বের বুকে জ্বালাতে পারো
ভুবন মাতানো বাতি।