" ইসলামী ছাঁয়া "
সেলিম রেজা সাগর
সৃজিয়া স্রষ্টা মানব তরী, শ্রীময় ধরার পরে,
শত সহস্র নিয়ামত রাজী, দিয়েছেন উহাতে ভরে ।
মানব তরী বহিছে সহসা, অবনী ন্যায় নীলাম্বু জলে,
নিজ বাঞ্চা মেটাতে সবাই, ঘুড়িছে ব্যোমের তলে।
কেউ বা চাহিছে দীপ্ত মহী, ভূলিয়া কলহ কোপ
কেউ বা চাহিছে কনক ও নিধি, ভূলিয়া উদয় তপ ।
অহঃশেষে শিলীমুখ থামে, সমীর বেড়িয়ে যায়,
মৃক্তিকার কায়া ধরিত্রী মাঝে, পঁচে গলে মুছে যায় ।
তাই শুধাই ভ্রাতা ঢেকে নাও তনু, ইসলামী ছাঁয়া তলে,
নইলেরে ভাই ওপাড় মাঠে, পুড়িবে অরুন তলে ।
প্রকাশিত হয়েছিল ="শাহ্জাদপুরী কবি এবং কবিতা" বইয়ে, শ্রাবন ১৪১৬ বাংলা, জুলাই ২০০৯ ইং।