তোরা ব্যাটা জন্মের ঠ্যাটা, ক্ষমতা পেয়ে হাতে,
ইচ্ছে মত করছিস পাপ, সকাল,দুপুর,রাতে।

আগে পিছে চিন্তা নাই, যা ইচ্ছে তাই করিস ?
সেই কারনেই ধরা খেয়ে, অকালেতে মরিস ।

ন্যায়নীতিহীন প্রীতি নিয়ে, ভদ্র বেশে থাকিস,
ইচ্ছে হলেই চারিপাশে, কত কিছুই রাখিস।

পাপ করেছে উভয় মিলে, দোষী হবে দুজন,
দেহ দানে প্রেম সুধা পানে, ছিল তারা সুজন।

দিয়ে ধন বোঝে মন, আল্লাহ্‌ সবার তরে,
পাপের রশি লম্বা হলেই, কল্লা চিপে ধরে।

পাপে ছাড়েনা বাপেরে, এখন ঠিকই বুঝবি,
কান ধরে তওবা কর, আর কারে না খুঁজবি।