আজকে হয়তো বৌ মা তুমি
হবে কালকে শাশুড়ী।
আজকে খাবে পোলাও কোরমা
খাবে কালকে খিচুড়ি।
কার কপালে কখন কি হয়
ঠিক নাই সেই ঘড়ি।
কখন কে কোন ফাঁদে পরে
কোন খালে গিয়ে পরি।
আজকে তোমার যৌবন ভরা
কালকে হবে বুড়ি।
আজকে তুমি পাওয়ার স্টোন
কালকে হবে নুড়ি।
পাপের ফসল ফিরে এলে
ডুববে সুখের তরী।
তারচেয়ে ভালো সহজভাবে
সুখি জীবন গড়ি।
রচনাকাল ও স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ। ০২.০৯.২০২০ ইং-