প্রেম শ্বাশত, প্রেম চিরন্তন,
প্রেম চির অব্যয়,চির অক্ষয়।
প্রেম অতি পবিত্র, প্রেম প্রজ্জ্বলিত।
প্রেম উদ্বেলিত, প্রেম উচ্ছলিত।
প্রেম কখনো স্রোতস্বিনী নদীর মতন
বয়ে আসে জীবনের অচেনা বাঁকে।
আর ভাসিয়ে নিয়ে যায় দূর অজানা কোন দেশে।
যে দেশের ফুল গুলো নতুন লাগে, পাখি গুলোও নতুন লাগে।
নতুন লাগে সে দেশের আকাশ ও বাতাস।
প্রেম কখনো জীবনে বয়ে আসে কালবৈশাখী ঝরের মতো।
আর দুমড়ে মুচড়ে দিয়ে যায় ভিতর ও বাহির।
যা কাউকে দেখানো যায় না,
কাউকে ঠিকমতো বোঝানোও যায় না।
প্রেম বড়ই বিচিত্র,প্রেম বহুরূপী।
প্রেম কখনো শরতের শুভ্র মেঘের মতো ভাসিয়ে নিয়ে যায় স্বপ্ন ভেলায়।
প্রেম কখনো অমাবস্যার অন্ধকার রজনীর মতো গ্রাস করে নেয় চোখের সমস্ত জ্যোতি।
প্রেম ছিল,প্রেম আছে,প্রেম থাকবে।
প্রেম কখনো বিলীন হবে না।
শুধু পাল্টে যাবে প্রেমের ধরন
আর পাল্টে যাবে প্রেমের গুরুত্ব।
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ। ২১.০৮.২২