ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর,
মুসলিম সবে হাতটা মেলাও
কন্ঠে তোল সুর।
জিহাদের পথে ডাকছে দেখ
জান্নাতি সব হুর,
আল্লাহু আকবরের সুরে
শয়তান হবে দূর।
বিশ্বের মাঝে কায়েম করো
আল কোরআনের নুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
মুসলমানের রক্তে কেন
রাজপথ হয় লাল ?
ভিনদেশী কোন শক্তি সদা
দিচ্ছে দাবার চাল ?
নয়তো তারা মানুষ কোন
ওরা হায়েনার পাল,
সময় এসেছে একতার বলে
তুলতে তাদের ছাল।
উমরের মতো রুখে দাঁড়ালে
রাক্ষস হবে দূর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
স্বাধীন দেশে হক্বের কথা
যায়না কেন বলা ?
সত্য কথা বললে কেন
চেপে ধরে তারা গলা ?
মুসলিম হয়ে ঈমানের পথে
যায়না কেন চলা ?
বজ্র কন্ঠে জেগে দেখ
সকল দুয়ার খোলা।
অত্যাচারির কালো মসনদ
করে দাও ভাংচুর,
ওই দেখা যায় বিজয় নিশান
নয়তো বেশি দূর।
২৮.০৩.২০২১