বিদায়ী

জানি তুমি যাবে চলে--
কোন কথা না বলে||

যদি পার ভেবে দেখ--
কিছু কথা মনে রেখ||

কেটেছে কতো না বছর--
বেধেছি কতো যে নোতুন ঘর||

কখনও সুখে--- কখনও শোকে--
কখনও আধারে--  কখনও আলোকে--

থামি নি তো কোন দিন|
শুধেছি তোমার-ই  রিণ||

দেশে-বিদেশে আসা-যাওয়া--
সাংগ হয়েছে সকল চাওয়া||

খেলা তো ভাঙবে একদিন--
একলা কাটবে সেই দিন||

একলা চলা--
একলা বসে খাওয়া--
একলা গান গাওয়া--
একলা চোখের ওষুধ দেওয়া--
একলা খাটে শোয়া|

একলা বেচে থাকা--
একলা আবীর মাখা||