প্রেমের পরাকাষ্ঠা কী তাজমহল ?
বহু বেদনায়-ভরা নীরব অশ্রুজল!
কতো ব্যথা -- কতো কথা--
চারি ধারে অসীম নীরবতা--
তোমার প্রেমের সাক্ষী এই "তাজমহল" |
সম্রাট শাজাহান !
তোমার অমর কীর্তি আজ -ও অম্লান||
দেশে দেশে লোকে লোকে --
চেয়ে থাকে অপলকে --
শুধু মর্মরে খোদাই করা--
কতো না স্মৃতি ভরা --
ইতিহাসের শাজাহানের এই তাজমহল ||
আমিও বেসেছি ভালো-- প্রাণে মনে ||
সাত পাকে বেঁধেছি তারে দু বাহু বন্ধনে ||
কতো কথা -- কতো ব্যথা--
হৃদয়ের আবেগ -- আকুলতা--
সকল-ই ছিল এই প্রেম কাহিনীতে ||
পারেনি গড়তে শুধু পাষাণ- প্রাসাদ--
সমাধি তো নয় - তাই নেই কোনো অবসাদ||