ধন্যবাদ! ধন্যবাদ!

অসংখ্য ধন্যবাদ||

আজ আমেরিকায় ধন্যবাদ জানানোর দিন --

সারা রাত -- সারা দিন ||

সারা জীবন দিলো আলো --

সূর্য্য-- গ্রহ--চাঁদ--

--তাঁদের জানাই ধন্যবাদ ||

মাথার পরে পড়ল ঝরে --

গুরু জনের শত কোটি আশীর্বাদ--

--তাঁদের জানাই ধন্যবাদ||

ভালোবাসায় ভরিয়ে দিলো--

গুরু-শিষ্য-সংবাদ--

--তাঁদের জানাই ধন্যবাদ ||

প্রাণের চেয়েও অধিক প্রিয়--

কাছের মানুষ -চির-স্মরণীয়--

--তাঁদের জানাই ধন্যবাদ||

যা কিছু আজ তোমার আছে--

দাও না কিছু পরের কাছে--

--পাবে অসংখ্য ধন্যবাদ ||