এবার আমি গড়বো যে দল --
সবাই হবে দলপতি --
ঝাঁপিয়ে পড়বে যেন ঝর্ণার জল --
করবে না কো কারো ক্ষতি ||
গড়বে তারা সকলে মিলে --
নোতুন দেশ নিরিবিলে ||
"তরুণ" কোনো বয়েস নয় --
সব বয়সে ই "তরুণ" হয় ||
নোতুন মোদের "তরুণ দল"--
সত্য পথে হবে অটল ||
হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান --
তাদের চোখে সবাই সমান ||
সবাই মিলে দাঁড়াবে তারা দুর্বলের পাশে --
তরুণ মনে উড়ে যাবে উন্মুক্ত আকাশে ||
তাদের ধর্ম হবে "যৌবন" --
হাস্য মুখে করবে তারা বার্ধক্য নিবারণ ||