ঘুম ভেঙ্গে যে চেয়ে দেখি--
দাঁড়িয়ে আছো তুমি এ কি --
সাসকুহানা নদীর ধারে--
সেই যা দেখা শেষ বারে ||
কে জানিত দেখবো তোমায় নব কলেবরে --
কেমন করে এলে তুমি চিনে আমার ঘরে ?
আকাশ ছিলো মেঘে ঢাকা --
চারি ধার অন্ধকার মাখা --
জড়িয়ে ধরে বুকের মাঝে --
বিরহের সুর বুকে বাজে --
যেতে হবে আমায় কাজে --
রইবে শুধুই রেশ ||
এই তো ভালো -- দেখাও হোলো --
মাঝে মাঝে হাওয়ায় দোলো --
আধারে অবগুণ্ঠন খোলো--
যা হয়েছে বেশ ||