তুমি তো আমায় করো নি বিবাহ --
আমি তো তোমায় করেছি --
তুমি তো ভুলেও করনা স্বীকার --
বাবা যে সম্প্রদান করেছে ||
বোঝা বহে বহে ক্লান্ত এবার --
সময় হয়েছে বিদায় নেবার --
যা কিছু আমার সব-ই তো দিয়েছি--
পদবি দিয়ে যে আপন করেছি ||
বোঝা পড়া আর বনি বনা -- সব-ই তো গিয়েছে চুকে--
সময় হয়েছে বিদায় নেবার-- সেই প্রিয় হাসি মুখে ||
এ কথা জেনে রাখো নিশ্চয় --
ভালো বাসার নেই কোনো ক্ষয়--
কেমন করে কেবল বাড়ে তাই-তো বিস্ময় ||