খেলায় হার জিত আছে জানি --
একদল হারে আর অপর দল জেতে জানি ||
কিন্তু এমন-ও খেলা আছে গণিতে --
কেউ চায় না কখন-ও হার মানিতে ||
"জিরো- সাম - গেম" --
খেলতে এলেম ||
তোমাতে আমাতে খেলিব আজিকে "সুপার বোল" --
চারিদিকে শুধু "কলরোল" আর "হট্টগোল" ||
খেলা চলে শুধু -- থামে না কখনও --
সকাল-সন্ধ্যা বেলা --
মিলনের লাগি উত্সুক মন --
মানে নাকো অবহেলা ||
কতো যুগ ধরে খেলেছি আমরা এ খেলা --
কেটে গেছে মোর জীবনের সারাবেলা ||