মনোহর মুখের মিছিলে --

                 তুমি ছিলে --- "অনন্যা " ||

সার্থক হ'ল দৃষ্টি --

           বিধাতার অপূর্ব সৃষ্টি --

       আপাদমস্তক যেন সৌন্দর্যের বন্যা ||

তোমায় কাছে  দেখা বড়-ই সৌভাগ্যের --

আর কাছে পাওয়া --  তা নিতান্তই ভাগ্যের--

             যেন অমরাবতী র কন্যা ||

কে বলে আকাশে ই ছিল আনন্দ ?

       বাতাসে বহে কী সুগন্ধ !

তোমার চরণ ধুলিতে ধরণী  ধন্যা ||

শুধু মনে আছে সুদূর অতীতে --

দিয়ে ছিলে দেখা অধম- এ পতিতে --

     তুমি অপরূপা, হে লাবণ্যা ||