"কি করছিলে ? দাদা!"
শুধিয়েছিল সুনন্দা ||
আজ সে আছে স্বর্গ লোকে --
ফিরবে না আর মর্ত লোকে ||
স্মৃতিটুকু তার জড়িয়ে আছে --
মনের মাঝে--
তাইতো বাজে--
সকল কাজে --
তুমি ছিলে বোন খুবই কাছে ||
হাসি তোমার তূলনাহীনা --
কণ্ঠে ছিলো সুরের বীণা ||
আজকে কেন চোখের জলে --
একলা রাতে মন যে বলে --
"এসো গো বোন ফিরে এসো --
আমায় আবার ভালো বেসো" ||