সুখের সংজ্ঞা আমার নেই তো জানা --

সুখ নিহীত আছে তাতেই যা নিষেধ, যা কিছু মানা ||

এ জীবনে যা পেয়েছি তৃপ্তি --

গভীর রাতের গোপন সুষুপ্তি --

ভালোবেসে পেয়েছি যত সুখ --

শুধু ঐ হাসি, শুধু ঐ মুখ ||

অন্তরের অন্ত হীন বিকাশ --

প্রেম ময় মনোজ আকাশ ||

সৃষ্টির সার্থকতা সুখে -

গাঢ়  চুম্বনে -- নগ্ন বুকে ||

সুখের সংজ্ঞা -- "অসীম প্রজ্ঞা "--

সুখের সংজ্ঞা -- "কাঞ্চন  জঙ্ঘা" ||