আপনি কাকে চান ? --
-- আমি তোমাকে চাই ||
আমি যে তোমায় চাই --
শুধু তোমাকেই চাই ||
ভোরের আলোয় তোমায় চাই --
রাতের আধারে তোমায় চাই --
কাজের মাঝারে তোমায় চাই --
অফুরন্ত অবসরে তোমায় চাই --
আমি যে তোমায় চাই --
শুধু তোমাকেই চাই ||
দুখের দিনে তোমায় চাই --
সুখের হাসিতে তোমায় চাই --
ঝড়ের রাতে তোমায় চাই --
প্লাবন মাঝে তোমায় চাই --
বিবিক্ত রাত্রির বিনিদ্র প্রহরের অব্যক্ত যন্ত্রণায় -- তোমায় চাই ||