শীতের সন্ধ্যায় --
স্মৃতির কুয়াশায় --
কতো মুখ ভেসে যায় ||
ভাবি বসে শুধু-শুধু --
সারি সারি মুখ শুধু --
চেনা - অচেনায় ||
কাছে যারা এসে ছিলো --
ভালো তারা বেসে ছিলো --
দূরে তারা চলে গেল --
নানা আছিলায় ||
এমন সুখের দিন --
আসেনি তো কোন দিন --
এমন রঙ্গিন এই গোধুলি বেলায় ||
জীবন গেছে চলে --
কতো পথ পায়ে দলে --
কতো কথা না বলে --
নির্মম অবহেলায় ||