স্মরণ করিও মোরে -- স্মারক বক্তৃতায়--
স্মরণ করিও মোরে --তোমাদের স্মৃতির পাতায় ||
যে যায় সে তো আর ফিরে আসে না---
"চোখের জল" ,"ফুলের মালা", "ধূপের গন্ধ" -- কিছুই আর ভালোবাসে না ||
কাছে যারা ছিল -- তারা নিয়েছে বিদায় !
কেন করো "স্ত্তুতিবাদ"-- এই শোক সভায় ?
তাল - ছন্দ -- লয়--
সে সব কিছু নয় --
বৃথাই লেখ গানের খাতায় ||