এই জীবনের এই কি শেষ "কোজাগরী" ?
কতো বছর, কত আদর --
জন্মদিনের নব কলেবর --
তাই কি জাগি আজ বিভাবরী ?
যৌবনের সুখ -- স্বপ্ন -- বার্ধক্যে হয়েছে ধূসর --
নোতুন করে আর কি পারি -- বাধতে নোতুন ঘর ||
শেষ বেলা কার কোমল জোছনা--
মনের মাঝে সুরের মূর্ছনা --
এসেছো কি কাছে "কাদম্বরী" ?
দেবার মত ছিল যা আমার --
তা সকল ই আজ হয়েছে "তোমার"--
হে "নিশাচরী" !