ভালোবাসা দিয়ে বেধেছি এ ঘর--

                  তাইতো  "ভালো - বাসা"--

ইট-কাঠ-লোহা পাথরে তৈরি--

                  প্রাসাদ খানি যে খাসা ||

স্বপ্ন দিয়ে মানুষ গড়ে --

                  সাধের বাসস্থান--

ভেঙ্গে চুরে এক নিমেষে --

                 হয় যে গোরস্থান||

কতো যে ভীষণ ঝড়ে--

                    বারে বারে বন্যায়--

মানুষ হয়েছে নিঃস্ব--

                     এ কতো বড়ো অন্যায় ||

কতো বার --কতো বাসায় --

ভরিয়ে দিয়েছি ভালোবাসায়--

    তবুও তো জানি নে কো--

                    কোথায় সমাধি--

আসিবে সময় --

              আসিবে সে --

লয়ে যাবে মোরে বাঁধি ||