আজি নিশি ভরে --
বাদল ঝরে --
মন তো আমার মাতোয়ারা ||
কতো স্মৃতি মনে পড়ে --
জীবনের অবসরে --
প্রাণে খুশির ফোয়ারা ||
এ রাত যায় না ভোলা --
মনের দুয়ার আজ খোলা --
বাতাস বহে পাগল পারা ||
আঁধার শেষে ভোর তো হবে --
দুটি মন মজায় ভরে রবে --
জীবন ভাবনা হারা ||