যাহার কৃপায় সকল নৃত্য - গীত--
সকল জিহ্বায় - কণ্ঠে অমর সঙ্গীত ||
যাহার বীণা রাত্রি দিন---
বাজিছে সংসারে চির দিন --
তাহাকে করি - আরাধনা ||
সকল জ্ঞান- ভাষা - কাব্য--
চেতনার বিকাশ - বিদ্যার--জাহাজ নাব্য ||
গ্রহ - তারকার গণিত--
অসীমের - স সসীমের চিন্তার অতীত ||
বাক্য ও মনের -- ধ্যান ও ভাবনার --
সকল বিদ্যা - কলার ও ধারনার -- অধিষ্ঠাত্রী দেবী---
মহা শ্বেতা, সারদা, বীণাপাণি, ভারতী, বাগ্দেবী ||
তাহার করি -- চরণ - বন্দনা ||