দিনের পরে দিন চলে যায় --
বছরের পর বছর ঘুরে যায় --
চোখের জল কেন না শুখায় ?
আর কতো বোঝা বইতে হবে ?
আর কতো ব্যথা সইতে হবে ?
কে জানে কবে নেব বিদায় ||
পারিনে কিছুতে সইতে যে আর --
কিশোর-কিশোরীর মৃত্যুর ভার --
বুক ভরা ব্যথা আমারে কাঁদায় ||
যতো দিন থাকি --
শুধু তোমারে ই ডাকি--
চারিদিকে দেখি ফাঁকি --
সময় বৃথাই বয়ে যায় ||
সন্তান-হারা মা কে দেখি --
বিধাতা কে বলি "করলে এ কী"?
হিংসা ছেড়ে তোরা প্রেমের পথে আয়
বন্ধ হোক এই দৈনিক "হায়-হায়"||