শোন সবাই-- শুনতে যে চাও --
যা খুশি মিথ্যা যতই বলে যাও --
আসবে সেদিন-- আসবে যখন--
চার দেওয়ালে লাগবে ভাঙ্গন --
দেশের লোকে করবে আন্দোলন --
তোমার সঙ্গী-সাথী হবে উধাও ||
বিচার হবে--
সাজাও হবে--
পাবে না কো ছাড়--
জনতার দরবার--
করবে যে চুরমার--
মজ্জা- মাংস-হাড় ||
ইতিহাসেই বলে--
নয়নের জলে --
রইবে যে লেখা --
অন্যায় -- অত্যাচার--
বুভুক্ষুর হাহাকার --
জায় না কো দেখা ||
আসবে সেদিন -- আসবে যখন --
মুখোশ তোমার-- খুল বে তখন --
কেমন করে করবে গোপন --
তোমার চুরির ধন ?
দেশের লোকে- জানবে সেদিন--
আদব তোমার কতো যে হীন --
কেমন করে মেটাবে ঋণ ?
রইবে তুমি অন্তরীণ ||