আমার মনের মাঝারে রেখেছি --

                 তব হাসি ভরা মুখ --

আমার মনের মাঝারে রেখেছি --

               তোমার-ই দেওয়া সুখ ||

কতো নদী তীরে-- পাহাড় শিখরে --

কতো বনে-উপবনে -- কতো নির্ঝরে --

        বহিয়া চলেছি মম তমসুক ||

আমার মনের  মাঝারে রেখেছি --

          জীবনের সব চাওয়া-পাওয়া --

আমার মনের মাঝারে রেখেছি--

           গভীর রাতে তোমায় পাওয়া ||

সাধনা মোর হয়েছে সফল--

মুক্ত আমি-- শুদ্ধ আমি--আমি অটল ||

আমার মনের মাঝারে রেখেছি --

                ক্ষণিকের সেই স্পর্শ--

আমার মনের মাঝারে রেখেছি --

                 তীর্থের সেই হর্ষ ||