প্রথম অধ্যায়
প্রথম যুগের প্রেমে --
হাত ধরে হেঁটেছি কতো ঘেমে ||
হাতে হাত রেখে --
চোখে চোখে ডেকে --
সোনা ঝরা গোধূলি পবনে --
বলেছিলে "বলো! ভুলে যাবে না"!
--সে তো বহুকাল হল !
কতো রঙ্গিন জন্মদিন এলো গেলো--
কতো আষাঢ় সন্ধ্যা ভরে গেলো--
গল্পে আর গানে ||
কে বা তা জানে ||
দ্বিতীয় অধ্যায়
মধ্য যুগের প্রেমে --
গাড়িতে থেমে থেমে --
কতো শহর -- কতো নগর --
প্রশান্ত মহাসাগর --
কতো ঝর্না -- কতো গুহা--কতো নদী -- কতো মরুভূমি--
চলেছি হাত ধরে শুধু আমি আর তুমি ||
তৃতীয় অধ্যায়
শেষ পর্বের প্রেমে --
দুজনে এলাম নেমে --
অতলান্ত মহাসাগরের কূলে --
দেখলাম দ্বীপ পুঞ্জ জাহাজে দুলে দুলে ||
এবার শুধালে মোরে --
সেই দুটি হাত ধরে --
"আমি চলে গেলে তুমি কি কাঁদবে ?"
উত্তর ছিল ঠোঁটের ডগায় --
এমন ভাগ্য ক 'জন পায়--
"না! না! গো না--
আমি ভুলেও কাঁদবো না !"
এতো পথ এসে --
এতো ভালোবেসে --
আমি তোমায় বাঁধবো না ||