বলো না আছে প্রেম -- বলো না আছে ভালোবাসা --
বলো না আছে সাধ -- বলো না আছে বাঁচার আশা ||

একবার শুধু বলো না -- "এ প্রেমে নেই কোন ছলনা"||

বছরের পর বছর ঘুরে --
স্মৃতিরা আছে কাছে -দূরে --
প্রেমের লহরী বাজে সুরে --

হাত ধরে শুধু চলো না ||

আকাশ আছে মেঘে ছেয়ে --
বাতাস বহে উজান বেয়ে --
দু 'জনে আছি চোখে চেয়ে --

কতো কথা বলা হলো না ||