আমি তো  জানি বাসতে ভালো
                        
                              সবার চেয়ে বেশী --

তুমি তো ছিলে  তাই তো আমার--

                             প্রথম  প্রতিবেশী ||

নীল আকাশে তারার মালা--

আমার ভুবন করলো আলা--

আধার রাতে তোমার সাথে --

            তাইতো আমার কেশা কেশি ||

উষায় যখন জাগলো পাখি --

নিদ্রা আমার ছিল বাকি --

হঠাত দেখি জড়িয়ে আছো --

                            তুমি ছদ্মবেশী ||

কফির কাপে চুমুক দিয়ে --

শুধাই তোমায় "ও গো প্রিয়ে!"--

          শেষ করো এই রেষা রেষি ||