প্রাত্যহিক প্রভাতী প্রার্থনা
যখন ফুটবে আলো -- টুটবে আধার--
আকাশ উঠবে আলোয় ভ'রে--
তখন আমি হাসিমুখে---
দাঁড়াবো গিয়ে তোমার দোরে||
বলবো আমি স্বরবর্ণ---
বলবো আমি ব্যঞ্জনবর্ণ--
সেই তো হবে প্রার্থনা মোর করজোড়ে ||
চাওয়ার মত নেইকো কিছু--
যা পেয়েছি-- দিয়েছি কিছু--
এবার যাব মাথা নীচু করে||
কাছের মানুষ নিয়েছে বিদায়--
বৃথা কেন করি হায়! হায়!
আমার হয়েছে সময় ---
এবার নেবো বিদায়--
দিনান্তে একান্তে অবসরে||