তোমরা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে--

                                         পুরেছ কারাগারে !

তোমাদের সামনে শপথ  নিলাম আজ--

                                "তোমাদের আমি পাঠাবো ভাগাড়ে"||

মুখ দেখে কি বোঝা যায় --

বুকের মাঝে কতো ক্ষোভ জন্মায় ?

একদিন আমি জেনে রাখ --

                       ভীষণ আঘাত হানব দ্বারে--

তখন তোমরা বুঝবে আমার --

                 বাবা-হারানো-র বিষম যন্ত্রণার||

সভ্য দেশের এই কি গো বিচার !

শিশুর সামনে পিতার ওপর অত্যাচার ||

          হায়! গো বিধাতা !

         পরম প্রাণ-দাতা ||

ফিরিয়ে দাও না আমার বাবা রে --

বারো- বছরের জন্মদিনের উপহারে||

# আমেরিকার [২০১৭- ২০১৮] জঘন্য অমানবিক অত্যাচারের প্রতিবাদে উদ্বাস্তু বারো বছরের ছেলে তার বাবাকে আর কোনদিনই দেখতে  পায়ে নি!