পাগলা-ঝরা

পাগলের মত নামে বলে কি---
       নামটি "পাগলা-ঝরা" ?
ভিক্টোরিয়া, ইগুয়াসু,ম্যাকেঞ্জি আর নায়াগ্রা--
       নয়তো অমন পাগল-করা||

কতবার যাই মনে মনে হায়--
  ছোট্ট-সে  ট্রেনে-এ চেপে---
যতো বার দেখি -- মনে হয় একি--
     পাহাড় উঠেছে কেঁপে||

উদাস করা এই যে নাম--
   পাগলের মত যায় ঝরে--
জলপ্রপাত কতো না দেখেছি--
   কেউ তো পাগল করেনি অমন করে||

নির্ভাবনায় ঝাপ দিয়ে পড়ে---
   তাই কি "পাগলা-ঝরা" ?
না কি পাগলের মত হেসে কুটি কুটি--
  তাই সে "পাগলা-ঝরা"||

সারাদিন ধরে বাদলের দিনে--
     মন যে কেমন করা--
ঝরে পড়ে চলে --- উদ্দাম গতি--
  সকল ভাবনা-হরা||