কবে প্রথম এঁকে ছিলাম --
জল রঙ আর তুলি--
সে সব স্মৃতি --
এতোদিনে গেছি ভুলি ||
কতো যে রং লেগেছিল --
এ মনে রামধনু উঠেছিল --
আকাশ রঙ্গিন হয়েছিল --
আমার জীবনে এসে ছিল -- "তুলি"!
তুলি আমার তুলনাহীন --
তারে বিনা আর কিছু চাই না ||
কে বা কারা বলেছিল --"ছেলেটা মোটেই ভাল নয়"--
কে বা কারা লিখেছিল --"মেয়েটা সুবিধের নয়"||
তবু মেনে বিধির বিধান --
তুলি করে মাল্য দান ||
যদি অন্য ঘরে বিয়ে হ'ত--
লবণ-ঘষা হৃদয় ক্ষত ||
হয়তো সে তোমায় --
আমার চেয়ে --
অনেক ভালোবাস তো --
হয়তো সে তোমায়--
কাছে পেয়ে --
মাথায় তুলে নাচ তো ||
হয়তো জীবন কাটতো --
যেমন কাটে --
ছুটত দুটি মন --
অপু-দূর্গার মাঠে ||
বোঝা-তো সব নামিয়ে দিলাম --
এ সংসারের হাটে --
এবার আমায় নাও গো মা --
তোমার চিরশান্তির বাটে ||