[২০১০ সালে ওমর শরিফ থর্নট্ন ৮ জন সহকর্মী- কে একটি 'বিয়ার" তৈরির কার খানায় গুলি করে আত্মহত্যা করেন! আমেরিকার বর্ণ বিদ্বেষ-এর শিকার]
যাবার আগে শেষের কথায় --
জানিয়ে গেলে ঠাণ্ডা মাথায় --
-- কতো না ক্ষোভ জমেছিল --
-- ব্যর্থ যত আশা ছিল --
অকালে প্রাণ কেড়ে নিল --
নিঠুর বিধির বিচার ||
কেন যে আসা এ জগতে -- সইতে শুধু লাঞ্ছনা --
জীবন জুড়ে জুটলো শুধু -- বিদ্বেষ আর বঞ্চনা ||
প্রেমের পথে শান্তি ছিল--
সুখের সাধের স্বপ্ন ছিল --
বুদ্ধি ছিল--
স্বাস্থ্য ছিল--
বিবেক মাঝে ভ্রান্তি ছিল--
অকালে প্রাণ তাইতো দিল||