ভোরের আলোয় দেখেছিলাম --
অতল মহাসাগর --
পাখিরা সব গেয়ে গেল --
কতো যে মধুর স্বর ||
ঢেউ-এ ঢেউ-এ সাগর হাসে --
মন যে কী চায় দূর আকাশে --
আনন্দ আজ বহে বাতাসে --
ক্লান্তি হীন কর্ম হীন অবসর ||
কালের ঢেউ লাগছে এসে --
জীবন আমার চলছে ভেসে --
নবীন-রা সব গাইছে হেঁসে --
বিদায় বেলার আড়ম্বর||
আবার যদি আসি ফিরে --
সাসকুহানা নদীর তীরে --
যখন সন্ধ্যা নামে ধীরে --
পাই গো তোমায় নিরন্তর ||