শীতের শহর ঘুমায়--
রোদের চাদর গায় --
সাগর তারে জাগায়--
ঢেউ-এর আঘাত পায়--
আকাশে মেঘ ঘনায়--
বরফ পড়ে যায়--
বছর ঘুরে যায় --
একা একা জানালায়||
আসে না কেউ হেথায়--
কুকুর ঘুরে বেড়ায় ||
দিন তো কেটে যায়--
উদাস মনে হায় ||
নির্জন বালুকা বেলায় --
এ মন কী যে চায়--
তোমায় যেন জানায় ||
বসে আছি এই নিরালায় --
নেই কোনো হায়! হায় ||