জেতার জঘন্য ক্ষুধা করেছে এ সর্বনাশ --
সেদিন ছিল ছ'ই জানুয়ারি-- পৌষ মাস ||
হায়! গুণ্ডা দিয়ে করবে জয় "আমেরিকা" ?
যারা গায়ের -রঙ্গের-গর্বে অন্ধ-- তাদের ঘৃণায় কালো আফ্রিকা ||
ভাবতে আমার অবাক লাগে-- হেরে বলে "জিতেছি" !
দেশের লোকে এতই স্বার্থান্ধ -- তারাও তাতে মেতেছে !
পরাজয়ের গ্লানি --
একদিন আমি জানি--
তোমায় আনবে টেনে ধূলিতে--
দেশকে তুমি "বিশ্বাস ঘাতক"--
নামিয়ে এনেছো আজ পুটিনের পদ ধূলিতে ||
তোমার সাজা--
দেবেন রাজা--
নরকে হবে না স্থান --
কেমন করে করলে মলিন--
শুভ্র মোদের "রাজ স্থান" ?