মাঝে মাঝে মনে হয় --

এ জীবন শুধু-ই  মরীচিকাময় ||

এই আকাশ-বাতাস-জল - মাটি--

কিছুই বুঝি নয় গো খাঁটি ||

এই প্রেম-ভালোবাসা- বিবাহ-বন্ধন --

ক্ষণে ক্ষণে বিপদে-বিবাদে বৃথা ক্রন্দন ||

এই সকাল- সন্ধ্যা জীবন-ভোর --

করেছি সাধনা কতো কঠোর ||

বিদায় চাই তাই এই অবসরে -- যমের দুয়ারে--

হাসিমুখে  যাব চলে শেষ নমস্কারে ||