ওরা আমায় ভালোবাসে--
ওরা আমার কাছে আসে --
ওদের কথা গর্জনে ভাসে --
ওরাই আমার মহাসাগর ||
ওদের চেনে নিশার তারা --
ওদের চেনে নাবিক যারা --
ওদের চেনে ধ্রুবতারা --
ওরাই আমার মহাসাগর ||
কতো যে প্রাণ গেছে দেবতার গ্রাসে --
তবুও ঊর্মি মুখর সাগর হাসে --
তবুও কতো প্রাণী এই সাগরে ভাসে --
ওরাই আমার মহাসাগর ||
বালুকা বেলায় ঝিনুক খুঁজি --
সামনে যা তা সাগর বুঝি --
কথা যে বলি সোজাসুজি --
তাই-না ওরা মহাসাগর ||