প্রবেশ : ১৭-ই জানুয়ারী, ১৯৬২
প্রস্থান : ৩১-শে মার্চ, ১৯৭১
এই জীবনের ষাট-টা বছর-- গেছে কেটে--
শুধু পুঁথি পত্র ঘেঁটে ঘেঁটে--
আর এই পৃথিবীর পথে হেঁটে হেঁটে ||
এবার এসেছে সময়--
দেওয়া-নেওয়া শেষে বিদায়ের --
যদি কিছু ব্যথা বাকি থাকে হৃদয়ের --
--রেখে যাব শেষ রাতে বিছানায় ||
বন্ধু ! চিরবিদায় ||
স্কুল--ইস্কুল, বিদ্যালয়, একাডেমি --
সবার সেরা তোমার নাম-- "খিদিরপুর একাডেমি" !
আমার চেয়ে বেশী ভালো-- তোমাকে কেউ বাসে নি
রং খসে পড়া দেওয়ালে --
মাথা নীচু করে আড়ালে --
কখনও দুই বন্ধুতে হাসে নি ||
দেখেছি তোমায় বৃষ্টি ভেজা--
দেখেছি কাঠ-ফাটা রোদে --
গ্যালারী তে বসে আকাশ দেখেছি--
দেখেছি পড়ন্ত রোদে ||
তিন কড়ি--
পাঁচ কড়ি --
কেনারাম --
বেচারাম --
শিব, ষড়ানন, হরিধন, হাতিয়ল --
অরুণ, বরুণ, অমল, বিমল --
সব শিক্ষকের দল ||
দু' পিস রুটি, একটা কলা --
টিফিন খেতাম -- ভিজিয়ে গলা ||
"টারজেন"-এর সেই বনের মাঝে --
বিকট আওয়াজ আজ-ও বাজে --
"সায়েন্স হলে"-- মাটিতে বসে--
দেখেছি "সিনেমা"-যে ||
কি শিখেছি স্কুলের থেকে --
পারবো না কো বলতে --
শুধুই জানি স্বাধীন মনে--
সঠিক পথে চলতে ||
শিখেছি যত না --
শেখার উত্সাহ গেছে বেড়ে --
দিনের পরে দিন তো গেছে--
কতো বন্ধু, কতো শিক্ষক গেছে ছেড়ে ||
জীবন গিয়েছে চলে--
কতো স্মৃতি পায়ে দলে ||
তবুও কেন যে আজ --
মনে আসে তোমার মলিন সাজ --
কতো না পাল্টে গিয়েছে সমাজ ||
শেষ করি তবু শেষ তো হয় না--
স্মৃতি গুলো যেন সোনার গয়না ||