দূর আকাশের ঐ পূর্ণিমা চান্দ--
পৃথিবীতে পেতেছে প্রেমের ফান্দ--
কতো আশা--
কতো ভালোবাসা--
কতো কাছে আসা--
মিটিয়েছে সব অবসাদ ||
কতো যুগ ধরে -- চেয়ে আছে ওরে--
আনবে কি ধরে--
মন ভোলানো শিশুর-ই প্রমাদ ||
কতো পথে হায়!
দেখেছি তোমায়--
বিস্ময়ে ভরে যায়--
রাত জাগা পাখির কলনাদ ||
কে বলে "কলঙ্কিত চান্দ" ?