কণ্ঠ আমার রুদ্ধ আজিকে--
চিত্ত আমার ক্ষুব্ধ--
বর্বরেরা ভেঙ্গেছে প্রাসাদ --
গণতন্ত্র আজ লুব্ধ ||
চোখের জলে লিখছি বসে--
মান-সম্মান গেছে খসে --
চেষ্টা চালাবো নিরলসে --
বন্ধ হবে গৃহযুদ্ধ ||
জানিনা কবে আসবে প্রভাত --
অন্ধকারে ধরবো যে হাত --
সইব নীরবে ঘাত-প্রতিঘাত --
দুষ্কৃতীরা রইবে কারা রুদ্ধ ||
জীবন শেষে এই ছিল দেখা বাকি --
স্বপ্ন রাজ্য আজ-ও যে গড়া বাকি --
এ সংসারে শুধু-ই কি সব ফাঁকি --
শরণ কর ভগবান বুদ্ধ||