পিছু দেখা আয়নায় আজ ফিরে দেখি --
ফেলে আসা জীবন--
বেদনায় ঝাপসা লাগে --
চোখে থাকে স্বপন ||
কি হতে চেয়ে ছিলাম --
আর কী যে হলাম--
কেটেছে বছর সব --
কতো কি পেলাম ||
আকাশ ঘন নীল --
সাগর বিশাল --
হাসি কান্নায় ভরে আছে --
আমার বিকাল ||
বারে বারে বাজে বুকে --
সংসারের সুখে-দুখে --
যাব চলে হাসি মুখে --
তোমার-ই কোলে |
যা কিছু রইলো বাকি --
দিই নি কোথাও ফাঁকি --
ভরে দাও ওগো সাকি --
সুরা আর অট্টরোলে ||